Sunday, January 8, 2017

Observations on some roadkill of snakes and mammals adjacent to Satchari National park, Bangladesh


মানুষ হিসাবে আমরা এতোটাই অকৃতজ্ঞ যে, প্রতিনিয়ত যেই বন্য প্রাণী ও গাছ আমাদের উপকার করে
যাচ্ছে তাদেরকেই আমরা নিঃশেষ করে দিচ্ছি। কোন ভাবেই আমরা তা রক্ষ্যা করতে পারিতেছি না, আমাদের অজ্ঞতা আমাদের লোভে আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরে যাচ্ছি ...... একদিকে বন ধ্বংস অন্য দিকে বন্য প্রাণী হত্যা পাচার কোন ভাবেই আমরা রোধ করতে পারিতেছি না। পৃথিবীতে মানুষ না থাকলে পৃথিবীর কিছুই হবে না , কিন্তু বন ও বন্য প্রাণীর একটি সদস্য এর যদি বিলুপ্তি ঘটে তাহলে পৃথিবীতে যেই বিপর্যয় নেমে আসবে তা আমাদের ধারণার বাহিরে ।
২০১২ সালের ১০ জুলাই বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত আইন রহিত পূর্বক দেশের জীববৈচিত্র, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধানকল্পে প্রণীত আইন করা হয়েছে ......... কিন্তু Roadkilling এর ব্যাপারে কোন সুনিদ্রিষ্ট আইন আছে বলে আমাদের যানা নাই । প্রতি বৎসর Roadkilling এর কারনে কতো প্রাণী নিঃশেষ হইতাছে তা আমাদের কাছে সঠিক ডাটা নাই ...... আমরা সাতছারিতে বিগত কিছুদিন Roadkilling এর উপর কাজ করি । এতে যেই তথ্য বাহির হয়ে আসে তা অনেক ভয়াভহ । সাতছরিতে আমরা অল্প কয়েক দিনে যা দেখতে পাই এই হিসাবে বিবেচনা করলে Lawachara , Chunati, Faishakhali, Teknaf সহ যেই সকল বনের উপর দিয়ে বা পাশ দিয়ে রাস্তা গেছে ঐ সকল বনের বন্য প্রাণীর কি অবস্থা তা অনুমেয়েও । নিচে সাতছরির Roadkilling এর উপর কিছু ডাটা দেয়া হোল

http://www.journalofzoology.com/archives/article/101/3/4/2016





No comments:

Post a Comment